১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

  নবজাতক চুরির অপরাধে মা ও মেয়ে গ্রেফতার

-

নিজের মেয়ের সদ্যেজাত শিশুর মৃত্যুর পর সে শূন্যতা পূরণ করতে আরেক প্রসূতির নবজাতককে চুরি করেছেন এক নারী। খবর পেয়ে পরে ওই শিশুকে উদ্ধার করে গতকাল সোমবার দুপুরে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। শিশু চুরির অভিযোগে পরে পুলিশ ওই নারীকে তার মেয়েসহ গ্রেফতার করেছে। জানা গেছে, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি মাদারীপুর জেলার সদর উপজেলার সৈয়দ নূর শিরখাড়া গ্রামের রুবেল মুন্সীর স্ত্রী আকলিমা বেগম (২২) সিজারিয়ানের মাধ্যমে গত রোববার একটি পুত্রসন্তানের জন্ম দেন। এরপর মা ও শিশু হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি ছিলেন। পাশাপাশি একই দিনে সিজারিয়ানের মাধ্যমে আরেক প্রসূতি নারী আন্না বেগমের (২৪) একটি সন্তান হলেও ওই শিশুটি অসুস্থ ছিল। পরে তাকে ফরিদপুরের শিশু হাসপাতালে নেয়া হলে সেখানে শিশুটি মারা যায়। এ দিকে, আন্না বেগমের মা ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইল মোল্লার স্ত্রী নাজমা বেগম (৫০) তার মেয়ের কোল পূর্ণ করতে অপকৌশলের আশ্রয় নেন। তিনি গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফমেকের লেবার ওয়ার্ড থেকে আকলিমা বেগমের সদ্যজাত শিশুটি চুরি করে সদর উপজেলার নিখুরদি গ্রামে মেয়ে লাবনী বেগমের (২২) বাড়িতে রেখে আসেন। পরে শিশুটিকে সদরপুরের ঠেঙ্গামারী গ্রামে নিয়ে যান। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই প্রবীর রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিখুরদি ও পরে ঠেঙ্গামারী গ্রামে অভিযান চালিয়ে নাজমা বেগমের বাড়ি থেকে সোমবার বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় আকলিমার চুরি যাওয়া শিশুকে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমা বেগম ও তার এক মেয়ে লাবনী বেগমকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম বলেন, নিজের মেয়ের কোল ভরিয়ে দেয়ার জন্য আকলিমার শিশুকে চুরি করেছিলেন নাজমা বেগম। এ ঘটনায় শিশু চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। সোমবার বেলা ১টার দিকে আকলিমার সন্তানকে তার স্বামী রুবেল মুন্সীর হাতে তুলে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল