২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ডেমরায় স্টিল মিলের চুল্লি বিস্ফোরণ : ৫ শ্রমিক দগ্ধ

-

ডেমরার কোনাপাড়া এলাকায় একটি রিরোলিং স্টিল মিলে বিস্ফোরণে গলিত লোহা ছিটে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩) অন্য দিকে জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেনকে (২৭) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গত শনিবার রাত ১টার দিকে ডেমরা কোনাপাড়া শাহরিয়া রিরোলিং স্টিল মিলের লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা জানান, রাতে তারা ৯ জন মিলে কাজ করছিলেন। হঠাৎ লোহা গলার চুলা বিস্ফোরিত হয়ে গলিত লোহা চার দিকে ছিটকে পড়তে শুরু করে। এ সময় দৌড়ে সরে যাওয়ার সময় গলিত লোহা কয়েকজনের গায়ে পড়ে। এ সময় পাঁচজন দগ্ধ হয় । শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: পার্থ শংকর পাল ও ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া জানান, ডেমরায় স্টিল মিলে আগুনে দগ্ধ তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। দুইজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।


আরো সংবাদ



premium cement