২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাদকসেবনকালে ঝলসে গেছে রিকশাচালকের শরীর

-

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আকস্মিক আগুনে ঝলসে যাওয়া একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। মাদকসেবনকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সূত্র জানায়।
ভুক্তভোগীর নাম ফারুক (৩৮)। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। পেশায় একজন রিকশাচালক। আগুনে তার শরীরে ৮০ শতাংশের মতো পুড়ে গেছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়। বর্তমানে ঢামেকের শেখ হাসিনা বার্ন ইউনিটে তিনি ভর্তি আছেন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, হাজী মুহম্মদ মুহসীন ও মাস্টারদা সূর্য সেন হলের মাঝে অবস্থিত ফায়ার স্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই স্থানে মাদকজাতীয় দ্রব্য সেবনের জন্য গিয়েছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।
সূত্র জানায়, ফারুকের সাথে আরো তিনজন ছিলেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ফেনসিডিলের বোতল, প্যাথেডিনের বায়াল, সিরিঞ্জ ইত্যাদি পাওয়া গেছে।


আরো সংবাদ



premium cement