২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গাজীপুরে প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ আটক যুবক রিমান্ডে

-

গাজীপুরে প্রাইম ব্যাংকের চৌরাস্তা কার্যালয়ে বোমা নিয়ে প্রবেশ করে টাকা লুটের চেষ্টার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার রাতে ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদি হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। বাসন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দলাল চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।
আটক যুবক আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক।
বাসন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, গ্রেফতারকৃত যুবক আবু সিদ্দিককে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করতেন। বুধবার রতে ওই যুবকের বোর্ড বাজারের বাসায়ও তল্লাশি চালায় পুলিশ।
এ দিকে প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর বুধবার বিকেলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।

 


আরো সংবাদ



premium cement