২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ফেনীতে মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি জয়নাল হাজারী

-

ফেনী শহরের মাস্টারপাড়ার নিজ বাড়ি প্রাঙ্গণ ‘মুজিব উদ্যানে’ পূর্বনির্ধারিত মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। নিজ দলের প্রতিপক্ষরা শহরকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেন জেলা আওয়ামী লীগের সাবেক এ সাধারণ সম্পাদক।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা কররেছিলেন জয়নাল হাজারী। গতকাল বিকেলে সাংবাদিকদের তিনি অভিযোগ করেন, ফেনী শহরে মুক্তিযোদ্ধাদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। শহরের প্রবেশপথে, পাড়া-মহল্লায় পাহারা বসানো হয়েছে। পথে পথে বাধা এমনকি হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানো হয়েছে। কয়েকজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফেনী আসার আগেই তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অনেককেই অবহিত করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীকে ইঙ্গিত করে এসব ঘটনার জন্য তিনি ও তার অনুসারীদের দোষারোপ করেন।

 

 


আরো সংবাদ



premium cement