১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঢাকাস্থ হাইকমিশনে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত

-

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে দেয়া রাষ্ট্রপতির ভাষণটি পাঠ করেন।
ঢাকায় অবস্থানরত ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা কোভিড মহামারীতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন।
রাজশাহীতে ভারতের স্বাধীনতা দিবস উদযাপন
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নগরীর ভদ্রা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এরপর সমবেত কণ্ঠে সেখানে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে দিবসটি উপলক্ষে সহকারী হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান। এ সময় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের পদস্থ কর্মকর্তা ও রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement