১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

শহীদ নিজামউদ্দিন ভূঁইয়া স্মরণে বিশেষ স্মারকগ্রন্থ

-

আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অসম সাহসিকতা নিয়ে মুক্তিযোদ্ধারা ৯ মাসেই শত্রুমুক্ত করেন দেশমাতৃকাকে। ২০২১ সালে সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাককালে আমরা পরম শ্রদ্ধায় স্মরণ করি সব অকুতোভয় মুক্তিযোদ্ধাদেরকে। বীর-উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া বাংলা মায়ের তেমনই এক সূর্যসন্তান যিনি মাতৃভূমিকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করতে আত্মোৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেননি। বাংলা মায়ের এই গর্বিত সন্তান বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় বীরউত্তম খেতাবে ভূষিত হন। বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার স্মৃতি রক্ষার্থে গঠিত হয়েছে বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটি। ঢাকা বিশ^বিদ্যালয় (ব্যবস্থাপনা বিভাগ) তাদের সাহসী এই শিক্ষার্থীর নামে দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করেছে। মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত সড়কটি শহীদ খাজা নিজামউদ্দিনের নামে নামকরণ করা হয়। বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার সংগ্রামী ও কর্মময় জীবনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সচেষ্ট বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মৃতি রক্ষা কমিটি বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে। স্মারকগ্রন্থে শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া সম্পর্কে প্রকাশিত স্মৃতিকথা, প্রবন্ধ, নিবন্ধ, ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হবে সেইসাথে নতুন লেখা ও ফটোগ্রাফি ও ওই গ্রন্থকে সমৃদ্ধ করবে বলে আমরা মনে করি। তাই ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আমাদের অনুরোধ শহীদ বীরউত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়া সম্পর্কে স্মৃতিকথা, প্রবন্ধ, নিবন্ধ, উপহার চিহ্ন, ছবি, চিঠিপত্র ইত্যাদি আপনার কাছে রক্ষিত থাকলে তা ৩১ আগস্ট ২০২০ তারিখের মধ্যে প্রেরণ বা যোগাযোগের অনুরোধ রইল। যোগাযোগ : হাসান মহিউদ্দিন ভূঁইয়া, অ্যাপার্টমেন্ট বি-১, ১৫/১/এ, লেক সার্কাস রোড, কলাবাগান, ঢাকা-১২০৫। ফোন : ০১৭১১৪০১২৪৮। আপনারা চাইলে ই-মেইলও করতে পারেন : যধংধহসড়যরঁফফরহ১৯৬০@মসধরষ.পড়স বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement