১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

দেশবাসী এক দুর্বিষহ অবস্থা পার করছে : মাওলানা ইসহাক

-

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, করোনা ও বন্যাসহ বিভিন্ন কারণে দেশবাসী এক দুর্বিষহ অবস্থা অতিক্রম করছে। করোনাভাইরাসের মহাদুর্যোগের কারণে কয়েক কোটি মানুষ কর্ম ও পেশাহীন হয়ে পড়েছে। এর মধ্যে বন্যার কারণে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোর লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে অভাবগ্রস্ত মানুষকে যেভাবে সহযোগিতা করার প্রয়োজন ছিল তা তারা করতে ব্যর্থ হয়েছে। দুর্নীতি জুলুম নির্যাতনের সয়লাব চলছে সর্বত্র। এ অবস্থায় অসহায় মানুষকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে। বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করতে হবে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন। মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে সংযুক্ত ছিলেন সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, মাওলানা এ কে এম আইউব আলী, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, ডা: এস এম মোসাদ্দেক, বুরহান উদ্দিন সিদ্দিকী, মাওলানা আজিজুল হক, মুফতি সাইয়্যেদুর রহমান, মাওলানা আবদুল হাই প্রমুখ। বৈঠকে আজ ১৩ আগস্ট থেকে দেশের বন্যাদুর্গত অঞ্চলে খেলাফত মজলিসের পক্ষ থেকে কেন্দ্রীয় ত্রাণ টিম পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement