২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

স্বাস্থ্যবিধি মেনে খেলা শুরুর অনুমিত

-

মার্চ মাসের মাঝামাঝিতে করোনায় বন্ধ হয়ে যায় খেলাধুলা। এর মধ্যে বিশ্বের নানা দেশে করোনার ধাক্কা কাটিয়ে ফেরা মাঠে গড়িয়েছে খেলাধুলা। তাই বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও স্বাস্থ্যবিধি মেনে পুনরায় দেশ খেলাধুলা আয়োজন এবং প্রশিক্ষণ ক্যাম্প চালুর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এক জরুরি সভা শেষে বলেন, স্বাস্থ্যবিধি মেনে দেশে খেলাধুলা ও প্রশিক্ষণ চালু করতে আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম। সেই অনুমতি পেয়ে গেছি। সীমিত আকারে খেলা চালু করতে আমাদের ১০টি শর্ত দেয়া হয়েছে। এর একটি হলো খেলায় বা প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া সবার করোনা টেস্ট আগে করানো। প্রশিক্ষণ ক্যাম্পে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পুষ্টিকর খাবার সরবরাহ করা। আমরা এই সব শর্ত মেনেই খেলা পুনরায় শুরু করতে চাই।

 


আরো সংবাদ



premium cement