২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ঈদের ছুটিতে শিক্ষার্থীদের বাড়িতে অবস্থানের নির্দেশ

-

আগামী ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। তবে ঈদের ছুটিতে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে অবস্থানের নির্দেশনা জারি করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ধিত ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিজ বাসায় অবস্থান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পৃথক আদেশে এ নির্দেশনা জারি করেছে। এ দিকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
অন্য দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আলাদা অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এই সময়ে নিজেদের ও অন্যদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবে।


আরো সংবাদ



premium cement