২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পানিতে ডুবে গেছে রাজধানীর নিম্নাঞ্চল

-

বন্যার পানিতে ডুবে গেছে রাজধানীর নিম্নাঞ্চল। যাদের ঘরবাড়ি একটু নিচুতে তাদের প্রায় নিচতলায়ও এখন মাথা সমান পানি। অনেকে ঘরবাড়ি ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে ওঠেছেন। বাসিন্দারা বলেছেন, কোথায় বসে পশু জবেহ করবেন, তা নিশ্চিত না হতে পেরে অনেকের কোরবানি হচ্ছে না। এলাকায় কোনো শুকনো জায়গা নেই। নৌকায় যাতায়াত করেন।
টানা বর্ষণে সৃষ্টি হওয়া বন্যার পানি এখন রাজধানীতেও পৌঁছেছে। দুর্ভোগের শিকার হচ্ছে ঢাকার নিম্নাঞ্চলের পারিবারগুলো। রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় ইতোমধ্যে বন্যার পানি ঢুকে গেছে। এ ছাড়াও কোনাপাড়া বাজারেরও বিভিন্ন দোকানপাট, বাড়ি ও ভবনে বন্যার পানি ঢুকে গেছে। কোনাপাড়ার নতুন ঢালাই করা রাস্তা দিয়ে অল্প সামনে এগোলে দেখা যায়, ওই এলাকার সব ভবন, দোকানপাট ও বাড়িতে পানি প্রবেশ করেছে। এলাকার বাসিন্দারা যাতায়াত করছেন নৌকায়। ডেমরার পাইটি এলাকার বাসিন্দারা বলেছেন, তাদের এলাকার মূল সড়ক বন্যার পানিতে ছুঁই ছুঁই করছে। আরেকটু হলেই সড়কের ওপর উঠে যাবে পানি। এই এলাকায় বালু নদী ও শীতলক্ষ্যার পানি প্রবেশ করেছে।’ আবার কোনো কোনো এলাকায় বৃষ্টির পানি জমে ঘরে ঢুকেছে। পাইটির বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকার অনেক বাড়িতে নিচ তলায় মাথা সমান পানি হয়ে গেছে। যেখানে গতবারও কোনো পানি দেখা যায়নি এবার সেখানে কোমর সমান পানি। পুরো এলাকার মানুষ নৌকায় যাতায়াত করছেন। পানির কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 


আরো সংবাদ



premium cement