২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বয়ার চরে সিমেন্ট কিংকার বোঝাই লাইটার জাহাজ ডুবি

-

বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলের অদূরে বয়ার চরের কাছে দেড় হাজার টন সিমেন্ট কিংকার বোঝাই লাইটার জাহাজ এমভি তাসনেহা-৫ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাহাজটির সুকান ফেল করে এমভি নীলগিরি নামের অপর একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে চরার দিকে ছিটকে এক পাশ ফেটে গিয়ে জাহাজটি কাত হয়ে ডুবে যায়। জাহাজটির ১২ নাবিকের সবাই স্থানীয় জেলেদের সহায়তায় নিরাপদে উদ্ধার হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি এম এ রণি নয়া দিগন্তকে জানিয়েছেন, গতকাল সকাল পৌনে ৮টার দিকে জাহাজটি বয়ার চর এলাকায় সুকান ফেল করে অপর একটি জাহাজের সাথে ধাক্কা খেয়ে চরের সাথে আটকে যায়। এ সময় পানির চাপে জাহাজটি কাত হয়ে যায় এবং এক পাশ ফুটো হয়ে আস্তে আস্তে ডুবে যেতে থাকে। চ্যানেল থেকে প্রায় আধা নটিক্যাল মাইল দূরে জাহাজটি দুর্ঘটনায় পড়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটছে না। জাহাজটির ১২ জন নাবিক জেলে নৌকার মাধ্যমে উদ্ধার হওয়ার তথ্য জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement