২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আইসিডিডিআরবি হাসপাতালের লাইসেন্সের প্রয়োজন নেই

-

আইসিডিডিআরবি হাসপাতালের লাইসেন্স নেই। এ মর্মে নানা ধরনের খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে আইসিডিডিআরবি কর্তৃপক্ষ তাদের বক্তব্য জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাপ্ত ব্যাখ্যায় বলা হয়েছে, আইসিডিডিআরবি একটি আন্তর্জাতিক সংস্থা। এ সংস্থাটি বাংলাদেশ সরকারের একটি বিশেষ অধ্যাদেশ দ্বারা প্রতিষ্ঠিত। এ অধ্যাদেশ আইসিডিডিআরবিকে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি ক্লিনিক্যাল সেবাদান কেন্দ্র হিসেবে কাজ করার ক্ষমতা দিয়েছে। ১৯৭৮ সালের ৫১ নম্বর অধ্যাদেশের ৩ ও ৫ নম্বর ধারা আইসিডিডিআরবিকে হাসপাতাল, ক্লিনিক, ল্যাবরেটরি, প্রাণী গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার, পাঠকক্ষ, বৈজ্ঞানিক সরঞ্জাম এবং যন্ত্রপাতি রক্ষণ ও পরিচালনার জন্য ক্ষমতা দিয়েছে। এই অধ্যাদেশের আদেশ ও কর্তৃত্বের অধীনে আইসিডিডিআরবি হাসপাতালে ডায়রিয়ার রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে এবং ৪০ বছরের বেশি ধরে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement