১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

খোদাদ্রোহী শক্তির সাথে যারা আঁতাত করছে তাদের সাথে আমাদের লড়াই : হাসান সরকার

-

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, খোদাদ্রোহী শক্তির সাথে যারা আঁতাত করছে আজকে তাদের সাথে আমাদের লড়াই চলছে। স্বৈরাচারমুক্ত একটি সুন্দর দেশ দেখতে চাইলে শেষ রাতে আরামের বিছানা ত্যাগ করে সর্বশক্তিমানের কাছে দু’চোখের অশ্রু ফেলে ফরিয়াদ করতে হবে। একমাত্র শেষ রাতে দু’চোখের অশ্রুই পারে স্বৈরশাসনের পতন ঘটাতে।
তিনি গত মঙ্গলবার বাদ আসর গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুর রূহের মাগফিরাত কামনায় টঙ্গী আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এম আব্দুল্লাহ বলেন, শফিউল আলম বাবু ছিলেন একজন কর্মীবান্ধব জনপ্রিয় নেতা। যার অকাল মৃত্যুতে দলের কর্মীরা বিলাপ করে কেঁদেছে। ফ্যাসিবাদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হলে এবং ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে শফিউল আলম বাবুর মতো কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি করতে হবে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর যুবদলের প্রচার সম্পাদক বেঞ্জির রহমান পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গাজীপুর মহানগর যুবদলেল সভাপতি প্রভাষক বসির উদ্দিন, মহানগরের গাছা থানা বিএনপির সভাপতি বসির উদ্দিন বাচ্চু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতিক, আক্তারুজ্জামান নূর প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইস্ফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ১৪ বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি এসআই গৌতম রায়ের পবিবার মিলান-লিভারপুলের বিদায়, সেমিফাইনালে আটলন্টা-রোমা ঈদগাঁওতে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু মুম্বইকে জয়ে ফেরালেন বুমরা

সকল