২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

গফরগাঁওয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুছ ছালামের লাশ দাফন

-

ময়মনসিংহের গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো: নূরুজ্জামানের বাবা উপজেলার বাসুটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা ও গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ মোঃ আব্দুছ ছালামের (৬৯) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুছ ছালাম কিডনি অসুস্থতাজনিত কারণে গতকাল বুধবার সকাল ৬টায় গফরগাঁও হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি পৌরশহরের পশু হাসপাতাল রোড এলাকা বাসায় বসবাস করতেন। বাদ জোহর গফরগাঁও রেলওয়ে স্টেশন জামে মসজিদ সংলগ্ন মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিম উল্লাহ মোস্তফা, গফরগাঁও থানার এস আই আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মশিউর রহমান কিরণসহ অসংখ্য মুসল্লি ও সুধীজন। বাদ আসর বাসুটিয়া গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement