২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিদেশে এখন আমাদের করোনা টেস্ট রিপোর্ট গ্রহণ করা হয় না : জি এম কাদের

-

দেশে করোনা টেস্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হওয়ায় এখন আর বিদেশে আমাদের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি। তিনি বলেন, গেল বছর নভেম্বর মাসে চীনে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর বিশেষজ্ঞরা বলেছিলেন, ঘনবসতিপূর্ণ বাংলাদেশে করোনা সংক্রমণ হলে অবস্থা ভয়াবহ রূপ নেবে। আমরা সংসদেও পর্যাপ্ত প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের বলেছিলাম। কিন্তু ৮ মার্চ বাংলাদেশে করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পরে দেখা গেল কোনো প্রস্তুতি নেই। কোনো সমন্বয় নেই, এখন স্বাস্থ্য সংশ্লিষ্টরা নিজেরাই স্বীকার করছে তাদের সমন্বয়হীনতার কথা। পর্যাপ্ত করোনা টেস্টের সুবিধা ও চিকিৎসার ব্যবস্থা নেই এমন হাসপাতালকেও করোনা টেস্টের অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে করোনা টেস্ট নিয়ে মারাত্মক কেলেঙ্কারি হয়েছে। তাই এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না। করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য বিদেশে বাংলাদেশের সুনাম মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। সুস্থ হয়েও দেশে আটকে পরা প্রবাসীরা এখন আর বিদেশে যেতে পারছে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে জাতীয় ছাত্রসমাজ আয়োজিত পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় জি এম কাদের এসব কথা বলেন।


আরো সংবাদ



premium cement