১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
পঞ্চগড়ে মডেলকে গণধর্ষণ

যুব মহিলা লীগ নেত্রীসহ গ্রেফতার ২

-

গাজীপুরের কালিয়াকৈর থেকে পঞ্চগড়ে মিউজিক ভিডিওতে অভিনয় করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক মডেল। এ ঘটনায় তিনি বোদা থানায় তিনজনের নামে ও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িতদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে। তারা হলেন বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকী (৪৫) এবং প্রথম বাংলা টিভি নামে একটি প্রতিষ্ঠানের চিফ নিউজ এডিটর ও গ্রাফিক ডিজাইনার সাজ্জাদ হোসেন মিলন (৩৩)।
মামলার এজাহার অনুযায়ী, মিউজিক ভিডিওতে কাজ করার জন্য সাজ্জাদের আমন্ত্রণে গত মঙ্গলবার সকালে পঞ্চগড়ের বোদায় পৌঁছায় ওই তরুণী। সাজ্জাদ তাকে প্রথমে নিয়ে যায় থানাপাড়ায় লাকীর বাড়িতে। সেখানে সাজ্জাদসহ চার-পাঁচজন মিলে তাকে ধর্ষণ করে। পরে তাকে পৌরসভার ভাসাইনগরের এক বাড়িতে নিয়ে আবারো ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে ওই তরুণী বুধবার সন্ধ্যায় বোদা থানায় আশ্রয় নেন। পরে রাতে ওই তরুণী তিনজনের নাম উল্লেখ এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ রাতেই সাজ্জাদ ও লাকীকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া বলেন, ‘প্রধান দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আদালতে তাদের পাঁচদিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দী সম্পন্ন হয়েছে।’
পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘আমরা ধারণা করছি এ ঘটনার সাথে পুরো একটি চক্র কাজ করেছে। আমরা পুরো চক্রটিকেই বের করার জন্য কাজ করে যাচ্ছি। বাকি আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’


আরো সংবাদ



premium cement
কারাগারে নারী হাজতিকে হাত-পা বেঁধে নির্যাতন, প্রধান কারারক্ষীসহ ৩ জনের বদলি প্যারিসে ইরানি কনস্যুলেটে ঢুকে আত্মঘাতী হামলার হুমকিদাতা গ্রেফতার প্রেম যমুনার ঘাটে বেড়াতে যেয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৫ ‘ব্যাংকিং খাতের লুটপাটের সাথে সরকারের এমপি-মন্ত্রী-সুবিধাবাদী আমলারা জড়িত’ ইরানের সাথে ‘উঁচু দরের জুয়া খেলছে’ ইসরাইল! অসুস্থ নেতাকর্মীদের পাশে সালাম-মজনু গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু মসজিদের ভেতর থেকে খাদেমের ঝুলন্ত লাশ উদ্ধার মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান

সকল