২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

রায়পুরায় তাঁতী দলের ত্রাণ বিতরণ

-

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জাতীয়তাবাদী তাঁতী দল। লক্ষ্মীপুর জেলা তাঁতী দলের উদ্যোগে গত রোববার জেলার রায়পুরা উপজেলায় আবুল খায়ের ভূঁইয়া মহিলা ডিগ্রি কলেজের সামনে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী রেজাউল করিম রানা, তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, সদস্যসচিব মো: মুক্তার হোসেনসহ বিভিন্ন উপজেলা ও পৌরসভার সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ। তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় মানুষের মাঝে তাঁতী দলের উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে ত্রাণ বিতরণ করা হলো। আজকে করোনার কারণে গরিব মানুষ হাহাকার করছে। কর্মহীন মানুষ অতিকষ্টে দিনাতিপাত করছে। অথচ সরকারের ত্রাণতৎপরতা চোখে পড়ার মতো নয়। বরং সরকারের লোকজন গরিবের হক ত্রাণও লুট করছে। তিনি সরকারকে গলাবাজি ছেড়ে অসহায় নিরন্ন মানুষের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের আহ্বান জানান।


আরো সংবাদ



premium cement