১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ধর্মীয়বিদ্বেষ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

-

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়া সম্প্র্রদায়ের এক নবজাতক শিশুর লাশ কবর থেকে তুলে রাস্তায় ফেলে দেয়ার ঘটনার কথা উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে আর্টিকেল নাইনটিন। এই ঘটনাকে বাংলাদেশে ঘৃণাপ্রসূত ধর্মীয়বিদ্বেষ ও মানবাধিকার লঙ্ঘনের বিরল নজির অভিহিত করে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থা বলেছে, ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গির প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও দমন-পীড়নের যে সংস্কৃতি দেশে চলমান, কবর থেকে তিন দিনের শিশুর লাশ তুলে রাস্তায় ফেলে দেয়া সেটির চূড়ান্ত বহিঃপ্রকাশ।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি থেকে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংস্থার বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘বাংলাদেশে গত কয়েক দশক ধরে বিভিন্ন জেলায় হামলা ও সামাজিক নিগ্রহের শিকার হয়ে আসছেন আহমদিয়া সম্প্রদায়ের লোকেরা। অথচ বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা আছে, ধর্মীয় পরিচয়ের কারণে রাষ্ট্র কারো সাথে বৈষম্য করবে না। আবার সংবিধানের ৪১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের যেকোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকারও দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা নিলে ধর্মীয় বিদ্বেষপ্রসূত এসব হামলা ও নির্যাতনের ঘটনা ঘটত না। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement