২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ও বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

-

রাজধানীর নিউমার্কেটে ও পল্লবীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন দেলোয়ার হোসেন (২৮) ও বোরকান (২৭)। গতকাল দুপুরে ও গত বৃহস্পতিবার গভীর রাতে পৃথক ঘটনা দু’টি ঘটে।
জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন ট্রাক চালক ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের আটিগ্রামে। বাবার নাম সাদেক আলী। স্ত্রী ও দুই ছেলে নিয়ে গ্রামেই থাকতেন।
নিহতের ট্রাকের হেল্পার আল আমিন হোসেন জানায়, গত বৃহস্পতিবার রাতে তারা মানিকগঞ্জ থেকে ট্রাকে করে মাটির পাতিল নিয়ে ঢাকার পোস্তগোলা আসছিলেন। তারা নিউমার্কেটের সিগন্যালে পৌঁছালে তাদের সামনের একটি কাভার্ডভ্যান এন্টিগেটর না দিয়েই ডান দিকে চাপিয়ে দেয়। তখন দেলোয়ার ব্রেক করতে না পেরে কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে সে ট্রাকের ভেতরে থাকা অবস্থায়ই গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ড্রাইভারের পাশের সিটে তিনি বসে থাকলেও তার কোনো আঘাত লাগেনি।
গতকাল দুপুরে পল্লবীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রাজমিস্ত্রি বোরকান। নির্মাণাধীন ভবন মালিকের জামাতা দেলোয়ার জানান, বোরকান ভবনের তৃতীয় তলায় জানালার পাশে পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার বন্দী এক আসামির মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দ মনসুরুল হক আজাদ (৪২)।
গত বৃহস্পতিবার রাতে কারারক্ষী জুয়েল রানা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম মৃত সৈয়দ হাসিবুল হক। সে কোন মামলার আসামি তা জানা যায়নি।


আরো সংবাদ



premium cement
আমতলীতে কিশোরীকে অপহরণ শেষে গণধর্ষণ, গ্রেফতার ৩ মহানবীকে কটূক্তির প্রতিবাদে লালমোহনে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রিমিয়া সাগরে বিধ্বস্ত হলো রুশ সামরিক বিমান জর্ডান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী বিচারক এবারের আইপিএলে কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে কারা সরকার জনবিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসনির্ভর হয়ে গেছে : রিজভী রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান

সকল