১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

রোগীর চিকিৎসা করাতে এসে হাসপাতাল থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

-

রোগীর চিকিৎসা করাতে এসে বিল না দিয়ে উল্টো সন্ত্রাসী কায়দায় হাসপাতালের ক্যাশ কাউন্টার থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে রাজধানীর গ্রিন রোডে ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটালে এ ঘটনা ঘটে।
হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা: আবু হেনা আবিদ জাফর গতকাল এক লিখিত অভিযোগে জানান, গত ৩ জুলাই কমফোর্ড থেকে ডা: রাহাত হোসেন বেগের রেফার্ডকৃত অপারেশন হয়েছে এমন একজন রোগী তাদের (ক্রিসেন্ট) হাসপাতালে এসে ভর্তি হয়। শুধু কনজার্ভেটিভ ট্রিটমেন্ট দেয়ার জন্য ডা: রাহাতের অধীনে রোগীকে ভর্তি করা হয়। কিন্তু রোগীর অবস্থা এরই মধ্য খারাপ হতে থাকে। বিষয়টি ডা: রাহাতকে জানালে তিনি সার্জারি কনসালট্যান্ট ডা: আনোয়ারকে রোগী দেখতে পাঠান। তিনি এসে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে রেফার করেন। কিন্তু তারা সেখানে যেতে রাজি হননি। সোমবার রাত ১২টার দিকে রোগীর অবস্থা আরো খারাপ হতে থাকে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু রোগীর লোকজন কিছুক্ষণের মধ্যে স্থানীয় কিছু ছাত্রলীগ ও যুবলীগ এবং নামধারী এক সাংবাদিককে হাসপাতালে এনে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। তারা রোগীকে এই হাসপাতালে রেখেই চিকিৎসা করাতে হবে বলে চাপ প্রয়োগ করে। এক পর্যায় তারা এক লাখ টাকা দিলে রোগীকে অন্যত্র নিয়ে যাবে বলে জানায়। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা হাসপাতালের আরএমওর ওপর চড়াও হয়। এ সময় তারা হাসপাতালে কোনো বিল না দিয়ে উল্টো ক্যাশিয়ারকে ভয়ভীতি দেখিয়ে ক্যাশ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।


আরো সংবাদ



premium cement