২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

কাজিপুরে যমুনার ভাঙনে ঘরবাড়ি বিলীন

কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে
-

সিরাজগঞ্জের কাজিপুরে বন্যায় পানি হ্রাস পাওয়ায় যমুনার ভাঙন বৃদ্ধি পাচ্ছে। কাজিপুর সদর ইউনিয়নের খুদবান্দি মৌজা ও বিয়াড়া মৌজার খুদবান্দি গ্রামে কাটাতলা নৌকাঘাটে পানি কমার সাথে সাথে বেড়েছে ভাঙন।
গতকাল সোমবার দুপুরে সরেজমিন গিয়ে জানা যায়, গত তিন দিনে ৩০ হাত ভিটেমাটিসহ আবাদি জমি নদীতে বিলীন হয়েছে। স্থানীয় বকুল সরকার ও শামীম জানান, তিন দিনের ব্যবধানে এখানকার ভিটেমাটি বা বাড়ির জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। ১০টি পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগী নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক জানান, যমুনার পানি কমার সাথে সাথে কাটাতলা নৌকাঘাটে ভাঙন শুরু হয়েছে। সাথে সাথে আমাদের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। আমরা কোনোমতে বাড়িঘর অন্যত্র নিয়ে যাচ্ছি। এমতাবস্থায় স্থানীয় বাসিন্দারা বাড়িঘর ও জমিজমা রক্ষার জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, কুড়িগ্রামে গত ৯ দিন থেকে পানিবন্ধী আছে দেড় লাখ মানুষ। বর্তমানে নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। বানভাসী মানুষ বিশুদ্ধ পানি, খাদ্য, পয়নিষ্কাশনের স্থান, গো-খাদ্যসহ জীবন চালনায় প্রয়োজনীয় সব কিছুর সঙ্কটে ভুগছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে, তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদীর সদর পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বাঁধের ১৯টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো: সায়হান আলী জানান, বন্যার পানি কমতে শুরু করেছে এ সময়ে বানভাসী মানুষের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও পানিবাহী রোগ রোধে ওই সব এলাকায় বিলিসিং পাউটার স্প্রে করার পদক্ষেপ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল