১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

পাপুলের ব্যাপারে তদন্ত চলছে : সিআইডি

-

মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেফতার সংসদ সদস্য মো: শহিদ ইসলাম পাপুলের সম্পৃক্ততার বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি আশা করেন, শিগগিরই এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে পারবে পুলিশ।
কুয়েতে মানবপাচারের দায়ে গ্রেফতার এমপি পাপুলের বিষয়ে কুয়েত সরকার তদন্ত করছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, সাক্ষ্যপ্রমাণসহ আমরা বলব, ধৈর্য ধরুন। সংবাদ সম্মেলনে সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম, ডিআইজি মো: মাইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সিআইডি প্রধান বলেন, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে। যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি। এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সিআইডি ৩৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একটি এজেন্সির একজন পিয়নও রয়েছেন। সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকার সন্ধান পাওয়া গেছে।
লিবিয়া ২৬ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় তিনজন মূল হোতাকে শনাক্ত করা হয়েছে। তাদের ধনসম্পদেরও খোঁজ নেয়া হচ্ছে। শিগগিরই তাদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি সিআইডি। মানবপাচারের অভিযোগে গ্রেফতারকৃতদের মধ্যে ২০ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। মানবপাচারের সাথে জড়িত তালিকা আপডেড করা হচ্ছে। এর সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান বলেন, ঢেলে সাজানো হচ্ছে সিআইডি। তদন্তকে আরো গতিশীল করার কাজ চলছে। দেশের প্রতিটি জেলায় তৈরি হবে কার্যালয়, যা তদন্তে বড় ধরনের ভূমিকা পালন করবে। আগে ৬০ বা ৭০ শতাংশ ক্ষেত্রে মৌখিক স্বীকারোক্তির ওপর সিআইডি নির্ভর করত, এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।
সিআইডি ২২ ধরনের মামলা করে থাকে। ৮২ ভাগ ক্ষেত্রে তারা অভিযোগপত্র দিয়েছে, তবে সাজা হয়েছে ২৪ ভাগ ক্ষেত্রে। ঢাকায় সাইবার থানা স্থাপন করবে সিআইডি। ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে অভিযোগ করার সুযোগ পাবেন ভুক্তভোগীরা।
বর্তমানে ১২টি মানিলন্ডারিং মামলা তদন্ত করছে সিআইডি। খুব দ্রুতই মামলাগুলো চার্জশিট দেয়া হবে। এ ছাড়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের যে অভিযোগ উঠছে, তা তদন্ত করছে সিআইডি। তার স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।


আরো সংবাদ



premium cement
‘অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের ঈমানী দায়িত্ব’ নারায়ণগঞ্জের বাজারগুলোতে হঠাৎ পেঁয়াজের দাম অর্ধেকে নামল ‘নবীর শিক্ষা জালিম সরকারের বিরুদ্ধে সত্য কথা বলাই সর্বোত্তম জিহাদ’ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত অস্ট্রেলিয়ার মিয়ানমারের মর্টারের গোলার শব্দে কেঁপে ওঠল বাংলাদেশ সীমান্ত সেহেরির মাইকিং করায় ৫ যুবক পুলিশি হেনস্তার শিকার ডেঙ্গু মোকাবেলায় সারাদেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ চৌগাছায় এক দিনেই ২ নারীর আত্মহত্যা, ব্যর্থ ৪ আল শিফা হাসপাতাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে দখলদার বাহিনী অবন্তিকার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে প্রক্টর দ্বীন ইসলাম ভিনিসিয়াসের বিপক্ষে বর্ণবাদী অপমানে রেফারির অবহেলা ছিল : রিয়াল মাদ্রিদ

সকল