১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

কোভিড চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযান

-

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসায় বিভিন্ন ধরনের অনিয়ম ও প্রতারণার অভিযোগে রিজেন্ট হাসপাতালের উত্তরা শাখায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালে এই অভিযান চলে। সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে চিকিৎসা দিলেও রোগীদের কাছ থেকে টাকা নেয়া, করোনা পরীক্ষা না করেও ভুয়া রিপোর্ট জানানোর মতো অভিযোগ রয়েছে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে।
এ ব্যাপারে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম রাত ৮টায় জানান, কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এসব অভিযোগের সূত্র ধরেই আমরা অভিযান শুরু করেছি। অভিযান এখনো চলছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement