১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ম্যাংগো স্পেশাল ট্রেনে আগ্রহী হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা

-

কম খরচ ও নিরাপদ হওয়ার কারণে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহনে আগ্রহী হয়ে উঠছেন চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা। ব্যবসায়ী ছাড়াও সাধারণ মানুষও এ সুবিধা নিতে পারছেন। তাই আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন প্রতিদিনই নানা জাত ও নামের সুমিষ্ট রসালো সব আম ট্রেনে করে রাজধানী ঢাকায় চলে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে এক কেজি আমের ভাড়া লাগছে এক টাকা ৩১ পয়সা। ট্রেনটিতে আম ছাড়াও কৃষিজাত পণ্য ও অন্যান্য মালামালও পরিবহন করা যাচ্ছে। স্পেশাল ট্রেনটি প্রতিদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৪টায় ছেড়ে যাচ্ছে এবং রাত ১টায় ঢাকায় পৌঁছাচ্ছে। করোনাকালীন পরিস্থিতিতে আমসহ বিভিন্ন কৃষিপণ্য বাজারজাতকরণ নিশ্চিত করতে সরকারের নির্দেশনায় গত ৫ জুন এ ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মনিরুজ্জামান বলেন, ‘নামমাত্র মূল্যে নিরাপদে ও ঝামেলা মুক্তভাবে আম পাঠানোর ফলে দিন দিন ম্যাংগো স্পেশাল ট্রেনে করে ব্যবসায়ী ও ব্যক্তিপর্যায়ে আমসহ বিভিন্ন পণ্য পাঠানোর আগ্রহ বাড়ছে। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ঢাকায় আম গেছে মোট এক লাখ ২০ হাজার কেজি।’


আরো সংবাদ



premium cement