২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

গণপরিবহনে ভাড়া বৃদ্ধি ও স্বাস্থ্য বিভাগে দুর্নীতি জনগণকে জিম্মি করার শামিল : ইসলামী আন্দোলন

-

করোনা মহামারীতে জনগণকে একপ্রকার জিম্মি করে গণপরিবহনে এক সাথে ষাট ভাগ ভাড়া বৃদ্ধি করে জনগণকে শোষণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় প্রিন্সিপাল মাদানী বলেন, তেলের দাম না কমিয়ে এবং পরিবহণ সেক্টরের সীমাহীন চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ না করে জনগণকে শোষণ করছে সরকার। এক সাথে ষাটভাগ ভাড়া বৃদ্ধির নজির ইতিহাসে নেই। বিমানসহ অন্য কোনো সেক্টরে ভাড়া বৃদ্ধি করা হয়নি, শুধু ভাড়া বৃদ্ধি করা হয়েছে গণপরিবহনে। এ জন্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, স্বাস্থ্য খাতের প্রায় সব টাকা লুট হয়ে যাচ্ছে, ফলে জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জনগণকে চিকিৎসাসেবা না দিয়ে এ বিভাগকে লুটতরাজের বিভাগে পরিণত করেছে। মাদানী আরো বলেন, সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এর মধ্যে ভোগ্যপণ্য ও কাঁচাবাজারে আগুন। এমতাবস্থায় সাধারণ মানুষের কী হবে তা নিয়ে সরকারের কোনো নির্দেশনা নেই। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement

সকল