১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
বিজিএমইএ সভাপতির তথ্য

২৬৪ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

-

দেশে এ পর্যন্ত ২৬৪ জন তৈরী পোশাক শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। গতকাল বৃহস্পতিবার শ্রমিকদের করোনা পরীক্ষার জন্য দেশের প্রথম স্টেট অব দ্য আর্ট কোভিড-১৯ ল্যাব চালু উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে স্পর্শকাতর বিবেচনায় এসব শ্রমিকের পরিচয় ও কারখানার নাম বলতে অস্বীকৃতি জানান তিনি।
বিজিএমইএ সভাপতি বলেন, প্রতিদিন আমরা করোনাভাইরাসে আক্রান্ত শ্রমিকদের তথ্য সংগ্রহ করছি। এ পর্যন্ত ২৬৪ জন শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসার সব ব্যয় বহন করছে মালিক পক্ষ। তিনি বলেন, করোনায় স্থগিত হওয়া ৩ দশমকি ১৫ বিলিয়ন ডলারের মধ্যে ২৬ ভাগ অর্ডার ফিরে পেয়েছি। তিনি বলেন, করোনায় ৪২ হাজার কোটি টাকার ধাক্কা খাবে পোশাক খাত। তারপরও এ বছর পোশাক খাত থেকে ২৩ বিলিয়ন ডলার রফতানি আয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আরো সংবাদ



premium cement