২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনাভাইরাসে প্রাণ গেল আরো এক পুলিশ সদস্যের

-

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের নীরদচন্দ্র মণ্ডল (৫২) নামে আরো এক সদস্য। এ নিয়ে করোনায় পুলিশের ১৬ জন সদস্যের মৃত্যু হলো। গত সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় নীরদচন্দ্র মৃত্যুবরণ করেন। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নীরদচন্দ্র ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগে পল্লবী জোনে স্টেনোগ্রাফার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি করোনা পজেটিভ হওয়ায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো: সোহেল রানা জানান, পুলিশের ব্যবস্থাপনায় নীরদচন্দ্রের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বর্তমান করোনাকালে জনগণের সুরক্ষা নিথশ্চিত করথতে গিথয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন বীর সদস্য আথত্মোৎসর্গ করথলেন।


আরো সংবাদ



premium cement