২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভার্চুয়াল শপথে কারিগরি ত্রুটি সশরীরে শপথ ১৮ বিচারপতির

-

কারিগরি ত্রুটির কারণে দুই দফায় শপথ নিলেন হাইকোর্টের স্থায়ী নিয়োগ পাওয়া ১৮ বিচারপতি। গত শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রথম দফায় নেয়া শপথ রাতে গড়ায় দ্বিতীয় দফায়। রাত সাড়ে ৯টায় ১৮ বিচারপতিকে সুপ্রিম কোর্টে ডেকে নিজ খাস কামারায় শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ সময় শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করা হয়। বিচারপতিদের দুই দফায় শপথ নেয়ার বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে ব্যাখ্যা দেয়া হয়।
সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান কর্তৃক ইমেইলে গণমাধ্যমে পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শনিবার বিকেল ৩টায় ১৮ বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। ওই শপথ অনুষ্ঠানে কারিগরি ত্রুটির কারণে শপথগ্রহণকারী কোনো কোনো বিচারপতি শপথগ্রহণ স্পষ্টভাবে শ্রুত না হওয়ায় প্রধান বিচারপতি পুনরায় তাদের শপথ পাঠ করানোর প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর রাত সাড়ে ৯টায় প্রধান বিচারপতি তার খাস কামরায় তাদের সশরীরে শপথ পাঠ করান।
শপথ নেয়া বিচারকরা হলেনÑ বিচারপতি মো: আবু আহমেদ জমাদার, বিচারপতি এ এস এম আব্দুল মোবিন, বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান, বিচারপতি ফাতেমা নজীব, বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা, বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি মো: আতোয়ার রহমান, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি শশাঙ্ক শেখর সরকার, বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খান, বিচারপতি মো: খায়রুল আলম, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আহমেদ ে সোহেল, বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, বিচপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি কে এম হাফিজুল আলম। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তাদের নিয়োগ কার্যকর হলো।

 


আরো সংবাদ



premium cement
হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

সকল