২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
মোরশেদ খানের লন্ডন যাত্রা

‘যাত্রীর তালিকা আমার কাছে আসে না’

-

সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান দম্পতি চার্টার্ড (ভাড়া) ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটে দু’জন যাত্রী যাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ওই ফ্লাইটের যাত্রী কারা ছিলেন সে বিষয়ে পরিষ্কার কিছু বলতে পারছেন না।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে মোরশেদ খান ও তার স্ত্রীকে বহন করা বিদেশী সংস্থার একটি বিশেষ ফ্লাইট (চার্টার্ড) হজরত শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলে বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম তৌহিদ উল আহসানের সাথে গতকাল শনিবার রাতে যোগাযোগ করা হলে তিনি নয়া দিগন্তকে বলেন, শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে বিদেশী সংস্থার একটি চার্টার্ড ফ্লাইট লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে। ওই ফ্লাইটে যাত্রী ছিলেন দু’জন। দুই যাত্রীর মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও তার স্ত্রী ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রী কারা ছিলেন সেটি তো আমার জানা নেই। আমার দায়িত্ব হচ্ছে কোন এয়ারলাইন্সের কোন উড়োজাহাজ (চার্টার্ড) আসছে ও যাচ্ছে সেগুলোর খোঁজ রাখা। যাত্রীর তালিকা আমার কাছে আসে না। তাই এটি আমার জানার কথা না।
শাহজালাল বিমানবন্দর ইমিগ্রেশনের ওসি এএসপি রেজাউল হকের সাথে এ ব্যাপারে যোগাযোগ করে মোরশেদ খান দম্পতির লন্ডন যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কুয়েত থেকে তিন শ’ যাত্রী নিয়ে একটি ফ্লাইট নেমেছে। এটি নিয়ে ব্যস্ত আছি। আর শুক্রবার আমার অফ ডে ছিল। তাই এ প্রসঙ্গে কিছু বলতে পারছি না।


আরো সংবাদ



premium cement
আবাহনী-মোহামেডান ম্যাচে মারামারি, মাঠ ছেড়ে উঠে গেল সাদা-কালোরা কৃষক যাতে ন্যায্যমূল্য পান, সেভাবেই ধানের দাম নির্ধারণ করা হবে : কৃষিমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ভান্ডারিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দর্শনার্থীদের ঢল তীব্র তাপপ্রবাহের কারণে ৭ দিন স্কুল বন্ধের দাবি চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী

সকল