১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কক্সবাজারের বিপর্যস্ত পর্যটন শিল্প এক লাখ শ্রমিক-কর্মচারী বেকার

-

বিশ্বময় ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের প্রভাব পড়েছে পর্যটন শিল্পে। এর বাইরে নয় কক্সবাজারের পর্যটন কেন্দ্র। বাংলাদেশের বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার। করোনাকালের এ সময়ে কক্সবাজারের পর্যটন শিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। স্থবির হয়ে পড়েছে পর্যটন ব্যবসা। পর্যটন শিল্পের সাথে জড়িত এক লাখ শ্রমিক-কর্মচারী বেকার। লকডাউনের কারণে পুরো কক্সবাজার জেলা ছয় হাজার কোটি টাকারও বেশি ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন।
ঈদের ছুটি কিংবা যেকোনো অবকাশ বিনোদনে বেড়ানো মানেই কক্সবাজার সমুদ্রসৈকত, হিমছড়ি ইনানী পাথুরে বিচ কিংবা সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য অবলোকন, নীল সমুদ্র্রে আছড়ে পড়া সৈকতে দাপাদাপি। এসবই কক্সবাজারের পরিচিত দৃশ্য। কিন্তু গত আড়াই মাস বিশ্বের অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো কক্সবাজার সমুদ্রসৈকতের সেই চিরচেনা দৃশ্য হারিয়ে গেছে। পর্যটকশূন্য সৈকত যেন খাঁখাঁ করছে। সাগরের ঢেউগুলো যেন আছড়ে পড়ছে পর্যটকশূন্য বালুকাবেলায়। সাগরের নীল ঢেউয়ে নেই পর্যটকের দাপাদাপি। কোলাহলহীনশূন্য সৈকত যেন অচেনা, সাগরে জাল দিয়ে কেউ মাছ ধরছে, বিচ কর্মীরা বেকার পড়ে রয়েছে, সৈকতে কেউ নামলে পুলিশ তাদের নিষেধ করছে। বাইরের পর্যটক তো দূরের কথা স্থানীয় কেউ সৈকতে নামার জো নেই । সৈকতকেন্দ্রিক বিভিন্ন ব্যবসাবাণিজ্য বন্ধ, ঝিনুক-শুঁটকির দোকানদার বেকার, হোটেল-রেস্তোরাঁসহ কক্সবাজার পর্যটন শিল্পকেন্দ্রিক বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত এক লাখ শ্রমিক-কর্মচারী সম্পূর্ণ বেকার অবস্থায় দিনাতিপাত করছে।
কক্সবাজার হোটেল-মোটেল, গেস্টহাউজ মালিক সমিতি সেক্রেটারি আবুল কাশেম জানান, করোনা মহামারীর এ সময়ে কক্সবাজারের পুরো পর্যটন শিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। পর্যটনকেন্দ্রিক ব্যবসাবাণিজ্য সম্পূর্ণ অচল। ব্যাংকিং খাত থেকে ঋণ নিয়ে যারা হোটেল-মোটেল করেছে তারা পর্যটনের এই ভরা মৌসুমে ব্যবসা করতে না পেরে তারা ঋণের ভারে জর্জরিত। ব্যবসায়ীরা জানিয়েছেন, কক্সবাজারের হোটেল-মোটেল ব্যবসা খাতে গত আড়াই মাসে ৭০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে। পর্যটন শিল্পে নিয়োজিত প্রায় এক লাখ শ্রমিক-কর্মচারীর দৈনিক মজুরি ক্ষতি হবে কোটি টাকার উপরে। আড়াই মাসের লকডাউনকালীন সময়ে কক্সবাজারের ব্যবসায়িক ক্ষতি গিয়ে দাঁড়াতে পারে ছয় হাজার কোটি টাকারও বেশি।
কক্সবাজার পর্যটন শিল্পের ক্ষতি কাটিয়ে উঠতে পর্যটন শিল্পে জড়িত ব্যবসায়ী, শ্রমিক-কর্মচারীসহ সব শ্রেণীর লোককে সরকারি বিভিন্ন প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।কক্সবাজার (দক্ষিণ) সংবাদদাতা


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে ২ পক্ষের হামলা পাল্টাহামলায় আহত ৭ শুকিয়ে খাঁ খাঁ করছে বড়াল বন্ধ সেচ কার্যক্রম ও নৌপথে ব্যবসা সাম্প্রদায়িকতার মাধ্যমে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেবো না : নাছিম দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জি এম কাদেরের আইআরজিসিকে নিষিদ্ধ করার প্রয়োজন দেখেন না সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান বেতাগীতে সরকারি চাল দামি প্যাকেটজাত করে বিক্রি কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন ওমরাহ ভিসার অপব্যবহারের বিরুদ্ধে সৌদি আরবের হুঁশিয়ারি বিভিন্ন স্থানে বাংলা বর্ষবরণ কাশ্মিরে নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু উজিরপুরে মাদক মামলায় জামিনে এসে সাংবাদিকের ওপর হামলা

সকল