২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

করোনায় ৭৫০ পরিবারের মাঝে জাকাত ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

রাজধানীর বস্তি এলাকায় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকান খাদ্য বিতরণ -

চলমান করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস রাজধানীর হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি মাঠে হাজারীবাগ, রায়েরবাজার এবং মোহাম্মদপুর বস্তি এলাকার অসহায় দরিদ্র করোনায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
অনুষ্ঠানে হাজারীবাগ মডেল থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী চৌধুরী, জাকাত ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা এবং অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার ভোজ্যতেল এবং কাপড় ধোয়ার ৪টি সাবান। এ ছাড়াও সংস্থার প্রকল্প অফিস ‘মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র’ বউবাজার রানা বেকারি সংলগ্ন স্থানে আরো ৫০টি অসহায় পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান সমাজের সব মহল কর্তৃক প্রশংসিত হয়েছে।


আরো সংবাদ



premium cement