২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পুলিশি বাধায় শিক্ষা সচিবকে স্মারকলিপি দিতে পারেনি ছাত্রদল

-

পুলিশের বাধার কারণে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষা সচিবকে স্মারকলিপি দিতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল বুধবার সকালে স্মারকলিপি হস্তান্তরের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ তা অগ্রাহ্য করে। স্মারকলিপি হস্তান্তরে পুলিশের বাধাকে চরম অগণতান্ত্রিক ও স্বৈরাচারী আচরণ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। এ দিকে স্মারকলিপিতে ছাত্রদল বলেছে, জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সোচ্চার। করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাসের অধিক সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর অন্যান্য দেশেও। লকডাউনের কারণে স্থবির হয়ে আছে বাংলাদেশসহ বিশ^ অর্থনীতি। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের বেতনসহ পড়াশোনার খরচ চালানো তাদের অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের প্রতি সদয় হয়ে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের বেতনাদি মওকুফ করে দিলে তা হবে মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 


আরো সংবাদ



premium cement

সকল