২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা আবদুল গণির ইন্তেকাল

চট্টগ্রাম জামায়াতের শোক
-

চট্টগ্রাম বন্দরের সাবেক একাউন্টস অফিসার, বন্দর ইসলামী শ্রমিক সঙ্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গণি (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে যান।
কুমিল্লা জেলার কচুয়া থানা নিবাসী আবদুল গণি চট্টগ্রাম বন্দর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গতকাল মঙ্গলবার বাদে জোহর বন্দর কবরস্থানস্থ বায়তুল আরাফ জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম আবদুল গণিকে এডিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বন্দর থানার একদল পুলিশ গার্ড অব অনার ও পরিবারের কাছে ক্রেস্ট প্রদান করেন।
এদিকে শ্রমিক নেতারা তার ইন্তেকালে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা মুহাম্মদ শাহাজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম। শোকবাণীতে নগর জামায়াত নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 


আরো সংবাদ



premium cement