১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কাপ্তাইয়ের প্রত্যন্ত এলাকায় নৌবাহিনীর খাদ্যসহায়তা

-

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কাপ্তাইয়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকার গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করেছে নৌবাহিনী। গতকাল রোববার কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জমের তত্ত্বাবধানে জেলা নৌ স্কাউটসের সহযোগিতায় নৌসদস্যরা বড়ইছড়ি সদর, কলেজ রোড, বড়ইছড়ি বাজার ও তৎসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় জনসমাগম পরিহার করে স্থানীয় অসহায়দের হাতে হাতে জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। পাশাপাশি আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানো হয়।
এ সময় নৌসদস্যরা জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করার পাশাপাশি বিভিন্ন প্রচারণা চালায়। সেই সাথে তারা করোনা প্রতিরোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে বিভিন্ন লিফলেট বিতরণসহ নানা পরামর্শ প্রদান করে। আইএসপিআর।


আরো সংবাদ



premium cement