২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দিনাজপুরের বাড়িকে হাসপাতাল করার ঘোষণা লিয়ন চৌধুরীর

-

দিনাজপুর খানসামার নিজের বাড়িকে হাসপাতাল করার ঘোষণা দিয়েছেন ওই এলাকার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবী মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক লিয়ন চৌধুরী। গত বৃহস্পতিবার খানসামা উপজেলার হোসেনপুরসহ বিভিন্ন এলাকায় সহায়তাসামগ্রী বিতরণকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় তার প্রদত্ত সহায়তাসামগ্রী বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মো: মাহমুদুল আলম। তিনি হত-দরিদ্রদের মধ্যে এ সহায়তা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম ও খানসামা থানার ওসি শেখ কালাম হোসেন।
লিয়ন চৌধুরী বলেন, সরকার যদি মনে করেন, আমার বাড়িটি করোনা আইসোলেশন হাসপাতাল করার প্রয়োজন, আমি সাথে সাথে তা সরকারকে দিয়ে দিব। বাড়িটি সম্পূর্ণ নতুন বাড়ি। পানি-বিদ্যুৎসহ সব লাইন করা রয়েছে। শুধু বেড বসালেই হাসপাতাল গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশা-ভরসার আশ্রয়স্থল। তার নির্দেশ মোতাবেকই আমি আমার ক্ষুদ্র কোম্পানির পক্ষ থেকে এ সহায়তাকার্যক্রম পরিচালনা করছি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল-ডাল-তেল-লবণ-চিঁড়া-সাবানসহ নিত্যপ্রয়োজনীয় আট প্রকার সামগ্রী। এ ছাড়া তিনি গরিব অসহায় মানুষকে সহায়তার জন্য খানসামা উপজেলা প্রশাসনের কাছে ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন। সব মিলে লিয়ন চৌধুরী এক হাজার পরিবারের মধ্যে প্রায় অর্ধকোটি টাকার সহায়তাসামগ্রী বিতরণ করেছেন।

 


আরো সংবাদ



premium cement