২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

একদিনের বেতন অসহায়দের দান করবেন ইবি শিক্ষকরা

-

করোনা পরিস্থিতিতে অসহায়দের সহযোগিতায় ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) সব শিক্ষকের একদিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার সমিতির পক্ষ থেকে সব শিক্ষককে এ তথ্য জানানো হয়।
বেতন কর্তনের বিষয়ে কারো আপত্তি থাকলে ৭ এপ্রিলের মধ্যে সমিতির সভাপতি বা সম্পাদককে জানানোর অনুরোধ করা হয়। অন্যথায় সম্মতি আছে বলে ধরে নেয়া হবে বলেও জানানো হয়। এ ছাড়া ইবি পরিবারের কেউ করোনায় আক্রান্ত হলে তা সমিতিকে জানাতে অনুরোধ করা হয়।
এ বিষয়ে বিশ^বিদ্যালয় গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে অসহায়দের সহায়তায় আমাদের সবাইকে এগিয়ে আসা দরকার। শিক্ষক সমিতির এ উদ্যোগটি প্রশংসনীয়।’ বিশ^বিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, ‘জাতির এ ক্রান্তিলগ্নে বিশ^বিদ্যালয় শিক্ষকদের সহায়তা একান্ত কাম্য। ইবি শিক্ষক সমিতির এ ইতিবাচক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি।’ বিশ^বিদ্যালয় শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। শিক্ষকদের এতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।’
এ বিষয়ে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতিতে অসহায়দের কথা চিন্তা করে শিক্ষকদের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর পরেও কারো আপত্তি থাকলে জানাতে বলা হয়েছে। আশা করি কেউ দ্বিমত করবেন না। অসহায়দের সহায়তায় শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement