১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

ফেনীর যুবদল নেতা নাছির হত্যার বিচার হয়নি ২৩ বছরেও

-

ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম নাছির হত্যার ২৩ বছরেও বিচার হয়নি। ১৯৯৭ সালের ২৯ মার্চ ফেনী শহরের ট্রাংক রোডে বের হওয়া মিছিলে তৎকালীন সরকারদলীয়দের ব্রাশ ফায়ারে খুন হন নাছির। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন দুলাল ও যুবদল নেতা হারুন-উর রশিদ মজুমদারসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। জেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন দুলাল বাদি হয়ে ফেনী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আজহারুল হক আরজু, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, একরামুল হক একরাম, জাহাঙ্গীর কবির আদেল, আবদুল্লাহিল মাহমুদ শিবলুসহ ১৯ জনের নাম উল্লেখ করেন।
নিহতের পরিবার সূত্র জানায়, মামলার বাদি ও ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। বিগত বিএনপি সরকারের আমলে মামলাটি চট্টগ্রামে দ্রুত বিচার আদালতে প্রেরণ করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিচারকাজ স্থগিত করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালে রাজনৈতিক বিবেচনায় অন্য মামলার সাথে বহুল আলোচিত এ মামলাটিও প্রত্যাহার করা হয়। নিহতের বড় ভাই যোবায়ের আহম্মদ জানান, প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হয়। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলাটি রাজনৈতিক বিবেচেনায় প্রত্যাহার করে।
তিনি জানান, ওই মামলায় আসামিদের মধ্যে একরামুল হক একরাম ২০১৪ সালের ২০ মে প্রকাশ্য দিবালোকে দলীয় প্রতিপক্ষের হামলায় খুন হন। এর আগে রতন নামের আরো এক যুবলীগ কর্মী নিজ দলীয় প্রতিপক্ষের হামলায় খুন হন। অপর আসামিদের মধ্যে জাহাঙ্গীর কবির আদেল ও আবদুল্লাহিল মাহমুদ শিবলুকে একরাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ ট্রেনের ইঞ্জিনের সামনে ঝুলন্ত নারীর লাশ উদ্ধার মধুর প্রতিশোধে সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ রাজশাহীতে ভুয়া তিন সেনা সদস্য গ্রেফতার ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ২৩

সকল