২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

খুলনায় সঙ্কটাপন্ন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ

-

লকডাউনে সঙ্কটে পড়া মানুষের মধ্যে খুলনার প্রশাসনের পক্ষ থেকে চালসহ ত্রাণসামগ্রী বিতরণ শুরু হয়েছে। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গত শনিবার রাতে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের দরিদ্র, অসহায়, শ্রমিক, দিনমজুর ও কর্মসঙ্কটে থাকা ১০০ পরিবারে চাল, ডাল, তেল, আলু, সাবান বিতরণ করেন। প্রত্যেক পরিবারে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি চিঁড়া, এক কেজি গুড়, দু’টি সাবান ও দুই প্যাকেট বিস্কুট দেয়া হয়। এ ছাড়া গত শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার আটলিয়া, মাগুরাঘোনা ও রুদাঘরা ইউনিয়নের ৩৯টি হতদরিদ্র পরিবারের মধ্যে চালসহ ত্রাণসামগ্রী দেয়া হয়। গতকাল রোববার কয়রা উপজেলার ৩০০ এবং দাকোপ উপজেলা সদর চালনার ৮৫ পরিবারের মধ্যে চালসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া বিকেলে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের ৩০ জন হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন নগরীর মেয়র তালুকদার আব্দুল খালেক।


আরো সংবাদ



premium cement