২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বরিশালের ডাক্তাররা পেল পিপিই : চালু হলো বাস সার্ভিস

-

করোনাভাইরাস সংক্রমণই প্রতিরোধের জন্য দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জন্য এক হাজার পিপিই বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি আপদকালীন এই সময়ে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, চিকিৎসকদের জন্য এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিইসহ প্রয়োজনীয় সামগ্রী বরাদ্দ দেয়া হয়েছে, যা ইতোমধ্যে আমরা হাতেও পেয়েছি। এ ছাড়াও গতকাল থেকে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। যে সার্ভিসের আওতায় নির্ধারিত দু’টি মিনিবাস নির্ধারিত রুট ও সময় ধরে চলাচল করবে। এ বাস দু’টি শুধু হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের আনানেয়ার কাজে ব্যবহৃত হবে। যার ফলে হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা সেবা কার্যক্রম বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেনি তিনি।

 


আরো সংবাদ



premium cement