১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

প্রতিটি জেলায় স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের নির্দেশ : ওয়ার্কার্স পার্টির

-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো গতকাল এক বিবৃতিতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন ও সহায়তা করার জন্য প্রতিটি জেলায় পার্টির স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে নির্দেশ দিয়েছে। বিবৃতিতে তারা বলেন, এই স্বেচ্ছাসেবকদের সুরক্ষার জন্য মাক্স, হ্যান্ডগ্লাভস, সুরক্ষা গাউন জোগাড় করে কাজে নামাতে হবে। বিবৃতিতে বলা হয়, দেশে এখন কার্যত লকডাউন চলছে। এর ফলে গরিব শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং তাদের খাদ্য ও ওষুধ জোগাড় করতে বিশেষ অসুবিধা হচ্ছে। পার্টির প্রতিটি ইউনিটকে স্থানীয় বিত্তবানদের কাছ থেকে এবং নিজেদের তরফ থেকেও সাহায্য জোগাড় করে এই সব দিন আনা-দিন খাওয়া মানুষদের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকার ইতোমধ্যেই জেলা প্রশাসনের মাধ্যমে এদের সহায়তা প্রদানের কিছু ব্যবস্থা নিয়েছে। এগুলো যাতে সঠিকভাবে দেয়া হয় সে ব্যাপারেও নজরদারি করার আহ্বান জানিয়েছে। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় অফিস সব সময় খোলা থাকছে এবং যে কোনো সাহায্য-সহযোগিতার জন্য কেন্দ্রকে জানাতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement