২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় ওরস মাহফিলে বাধা দেয়ায় পুলিশের ওপর হামলা : গ্রেফতার ২২

-

বগুড়া শহরে গত বুধবার রাতে ওরস মাহফিলে বাধা দেয়ায় মারধরে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সাবেক পৌর কমিশনার নূরুল আমিন নূরুসহ ২২জনকে আটক করেছেন। আহত বগুড়া সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান ও এস আই জাহিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ভাষা সৈনিক অ্যাডভোকেট মরহুম গাজিউল হকের বাবা মরহুম সিরাজুল হক চিশতীর অনুসারীরা প্রতি বছরের ন্যায় এবারো ২৫ মার্চ রাতে বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া গোয়ালগাড়িস্থ বাসভবন চত্বরে বার্ষিক ওরস মাহফিলের আয়োজন করেন। তবে করোনাভাইরাস সতর্কতার কারণে পুলিশ ওরস আয়োজনে নিষেধ করে। কিন্তু মরহুম গাজিউল হকের ছেলে ওরস আয়োজক রুহুল গাজী তা অমান্য করে। একপর্যায়ে গত বুধবার রাত ১০টার দিকে পুলিশ ইন্সপেক্টর নান্নু খানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে বাধা দিলে ওরসে অংশগ্রহণকারীরা পুলিশের ওপর হামলা চালায়। তারা নান্নু খান ও জাহিদকে মারধর করে একটি রুমে আটকে রাখে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করে। এ সময় সেখান থেকে পুলিশ পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নূরুল আমিন নুরুসহ ২২ জনকে আটক করে থানায় নেয়।


আরো সংবাদ



premium cement