২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

-

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবদুল গফুর (৭৫) মঙ্গলবার মধ্যরাতে মারা গেছেন। তিনি দিনাজপুর জেলার বিরামপুর থানার সাকাইহাটা এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার জাহানারা বেগম জানান, এ কারাগারে বন্দী যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল গফুর মঙ্গলবার মধ্যরাতে শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎসক আবদুল গফুরকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রঙ্কাল অ্যাজমার রোগী ছিলেন।
তিনি আরো জানান, গাজীপুরের টঙ্গী থানায় দায়ের করা ১৯৯৭ সালের একটি শিশু ও নারী নির্যাতন আইনের মামলায় [নং- ১৫(৬)৯৭] আদালত ২০০০ সালের ১৬ জানুয়ারি আবদুল গফুরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তাকে ২০০৪ সালের ১৬ মে রংপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-তে স্থানান্তর করা হয়েছিল।

 


আরো সংবাদ



premium cement