১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ ২০ এপ্রিল

-

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও মাদক আইনের মামলায় চার্জশিট গ্রহণ ২০ এপ্রিল। গতকাল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ। সেজন্য আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস শুনানি শেষে উপরিউক্ত মর্মে তারিখ ধার্য করেন।
মাদক মামলায় সম্রাটের পাশাপাশি তার সহযোগী যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানও আসামি।
উল্লেখ্য, গত বছরের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে ওই দিন দুপুরে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় অফিসের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। ওই দিনই রাত পৌনে ৯টার দিকে সম্রাটকে কারাগারে নেয়া হয়। ৭ অক্টোবর বিকেলে র্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদি হয়ে রমনা থানায় দু’টি মামলা করেন। গত বছর ৬ নভেম্বর অস্ত্র আইনের মামলায় সম্রাটের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর উপপরিদর্শক শেখর চন্দ্র মল্লিক। ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আ: হালিম।

 


আরো সংবাদ



premium cement