২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে বাধ্য করতে হবে সবুজ আন্দোলন

-

‘সারা বিশ্বের সব কয়লাভিত্তিক বিদুৎকেন্দ্র বন্ধই হোক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অঙ্গীকার’Ñ এই সেøাগানকে সাথে নিয়ে গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা জানায় পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদারের নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সবুজ আন্দেলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু বকর ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহানগরের সদস্যসচিব রবিন চৌধুরী, সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে নিজের মায়ের ভাষা কথা বলার অধিকার রক্ষায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন আমাদের পূর্বসূরীরা। মহান শহীদদিবসের এই দিনে আমাদের জলবায়ু সঙ্কট মোকাবেলায় শপথ নিতে হবে। জলবায়ু সঙ্কটের অন্যতম কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে বাধ্য করতে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement