২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

বোরখা নিয়ে তসলিমার মন্তব্যের জবাব এআর রাহমানের মেয়ের

-

বোরখা পরা নিয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতজ্ঞ ও অস্কারজয়ী এআর রাহমানের মেয়ে খাতিজা। সামাজিক যোগাযোগমাধ্যমে বোরখা পরা নিয়ে তসলিমার সমালোচনার পর এই জবাব দিয়েছেন খাতিজা।
তসলিমা নাসরিন ১১ ফেব্রæয়ারি খাতিজার কালো বোরখা পরিহিত একটি ছবি টুইটারে প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমি এআর রাহমানের গান অনেক পছন্দ করি। কিন্তু যখনই আমি তার প্রিয় মেয়েকে দেখি, আমার দম বন্ধ হয়ে আসে। শিক্ষিত ও সংস্কৃতিমনা পরিবারেও যে খুব সহজে মগজধোলাই করা যায় তা জানা সত্যিকার অর্থেই হতাশার।’
তসলিমার এই টুইট ১ হাজার ৭০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং এতে লাইক পড়েছে ৬ হাজারের মতো।
তসলিমার সমালোচনার জবাব দিতে ইন্সটাগ্রামকেই বেছে নেন টুইটারে না থাকা খাতিজা। ইন্সটাগ্রামে তার ৩৩ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। ১৪ ফেব্রæয়ারি তসলিমার সমালোচনার জবাব দেন তিনি। তসলিমার একটি টুইটের স্ক্রিনশট পোস্ট করে খাতিজা লিখেছেন, ‘দেশে অনেক কিছুই ঘটছে এবং সব মানুষ উদ্বিগ্ন এক নারী কী পোশাক পরেছে তা নিয়ে।’
এআর রাহমানের মেয়ে পোস্টের শেষে সরাসরি তসলিমা নাসরিনকে লিখেছেন, ‘প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে বলে দুঃখ প্রকাশ করছি। কিছু মুক্ত বাতাস গ্রহণ করুন। কারণ এতে আমার নিঃশ্বাস বন্ধ হয় না। বরং আমি যে অবস্থান নিয়েছি এতে গর্বিত ও ক্ষমতায়িত বলে অনুভব করি। আপনাকে পরামর্শ দিচ্ছি গুগলে খোঁজ নিয়ে দেখুন সত্যিকার নারীবাদ কী। কারণ নারীবাদ কখনো অন্য নারীকে অপদস্ত বা বিষয়টিতে তাদের বাবাকে জড়িয়ে আনা নয়।’ খাতিজা আরো লিখেছেন, ‘আপনাকে আমার ছবি পাঠিয়েছি বলে তো মনে পড়ছে না।’
এ ছাড়া তিনি ইন্সটাগ্রামে তসলিমার টুইট নিয়ে অনেক পোস্ট করেছেন। বেশির ভাগই পছন্দ করার স্বাধীনতা সংশ্লিষ্ট।
তসলিমা নাসরিনের পরের টুইটগুলোতে খাতিজার নাম উল্লেখ করা হয়নি। তবে পোস্টগুলোকে তাকে ব্যঙ্গ করা হয়েছে। তিনি লিখেছেন, ‘বোরখাওয়ালিরা ক্ষমতাশালী। যুদ্ধ হলো শান্তি। স্বাধীনতা মানে দাসত্ব। অজ্ঞতাই শক্তি।’


আরো সংবাদ



premium cement