১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রাম হাজী মহসীন কলেজে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া

-

চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেলের শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন নয়া দিগন্তকে বলেন, মেয়র ইলেকশন নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেয়া নিয়ে ঝগড়া হয়। তারপর ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বসন্তবরণ উৎসবে দু’টি আতশবাজি ফোটানো হয়। সেটা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহসীন কলেজে ছাত্রলীগের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, মেয়র পদে মনোনয়ন নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষ প্রথমে কথাকাটাকাটি, এরপর ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়।

 


আরো সংবাদ



premium cement