২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

রংপুর তিস্তা সেচ ক্যানেল থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

-

রংপুর সদরের মমিনপুরের মিলের পাড়ের শাখা তিস্তা সেতু ক্যানেল থেকে রুমাইয়া আক্তার রুমি (২২) নামের এক শিার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণেই ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকালে জমিতে চারা লাগাতে গিয়ে এক ব্যক্তি সদরের মমিনপুরের মিলের পাড়ের শাখা তিস্তা ক্যানেলের ব্রিজের পাশে একটি বস্তা দেখতে পায়। আশপাশের লোকজন ছুটে এসে বস্তাটি খুললে তাতে এক তরুণীর লাশ পাওয়া যায়। পুলিশকে খবর দেয়া হলে আমরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে দুপুরে থানায় নিয়ে এসে সিআইডির মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি করি। বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই ময়নাতদেন্তর জন্য।
ওসি আরও জানান, তরুণীটি রংপুরের বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বদরুজ্জামান বকুল ও রফিকা বেগম দম্পতির মেয়ে। দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে। তার গলায় মেরুন রংয়ের ওড়না দিয়ে পেঁচানো ছিল। পরনে ছিল কালো বোরকা। মুখে রক্ত ঝরছিল। পাশে একটি ভ্যানিটি ব্যাগ ছিল। ব্যাগে চাবির রিং ও সিলেবাস বই ছিল। সেই সিলেবাস বাইয়ে নাম লেখা ছিল। পাশে তার স্যান্ডেলও ছিল।
প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ছাড়াও ধর্ষণ করা হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল