১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রংপুর তিস্তা সেচ ক্যানেল থেকে তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার

-

রংপুর সদরের মমিনপুরের মিলের পাড়ের শাখা তিস্তা সেতু ক্যানেল থেকে রুমাইয়া আক্তার রুমি (২২) নামের এক শিার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণেই ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রোববার সকালে জমিতে চারা লাগাতে গিয়ে এক ব্যক্তি সদরের মমিনপুরের মিলের পাড়ের শাখা তিস্তা ক্যানেলের ব্রিজের পাশে একটি বস্তা দেখতে পায়। আশপাশের লোকজন ছুটে এসে বস্তাটি খুললে তাতে এক তরুণীর লাশ পাওয়া যায়। পুলিশকে খবর দেয়া হলে আমরা সেখানে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে দুপুরে থানায় নিয়ে এসে সিআইডির মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি করি। বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই ময়নাতদেন্তর জন্য।
ওসি আরও জানান, তরুণীটি রংপুরের বদরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বদরুজ্জামান বকুল ও রফিকা বেগম দম্পতির মেয়ে। দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের অনার্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল সে। তার গলায় মেরুন রংয়ের ওড়না দিয়ে পেঁচানো ছিল। পরনে ছিল কালো বোরকা। মুখে রক্ত ঝরছিল। পাশে একটি ভ্যানিটি ব্যাগ ছিল। ব্যাগে চাবির রিং ও সিলেবাস বই ছিল। সেই সিলেবাস বাইয়ে নাম লেখা ছিল। পাশে তার স্যান্ডেলও ছিল।
প্রাথমিক তদন্তে আমরা ধারণা করছি গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রেমঘটিত কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ছাড়াও ধর্ষণ করা হয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল