১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

তুরস্কে ইসলামী সম্মেলনে আল হাসানী শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদি ইসলাম চর্চাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে

-

তুরস্কের ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সুফিস স্কলারের আয়োজনে নবম আন্তর্জাতিক ইসলামী সম্মেলন বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যাওয়া শতাধিক সুফি ব্যক্তিত্বের অংশগ্রহণে গত শনিবার থেকে শুরু হয়েছে। এতে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বর্তমান সময়ে মুসলমানদের তাসাউফের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন ওয়ার্ল্ড সুফি ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট ও মাইজভাণ্ডার দরবার শরিফের বর্তমান ইমাম শাহসুফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, ইসলামের সুফিবাদী শান্তি ও মানবতাবাদী দর্শন চর্চা তেমন বিকশিত ও প্রসারিত নয় বলেই সারা বিশ্বে আজ ইসলামের অনুসারীদেরকে অনেকেই ভুল বুঝছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের নামে উগ্রবাদী ও হঠকারীদের থামাতে হবে। আর বিশ্ববাসীকে বুঝাতে হবে ইসলামে উগ্রবাদ, হঠকারিতা ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, এসব থেকে মুক্তি পেতে সুফিবাদী মানবিক ইসলাম চর্চাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. মো: উজ্জান আল হাদিদ আমিন। সম্মেলনে আলোচনায় অংশ নেন প্রফেসর ড. হাসান বাশিশ (তুর্কি), ড. মাজেন শরিফ (তিউনিসিয়া), শেখ আহমদ তিজানি বিন ওমর (ঘানা), সালমান চিশতি (ইন্ডিয়া), শেখ বাজু (লেবানন), আব্দুল্লাহ শরিফ আল উজানী (মরক্কো), ড. সোলাইমান তিজানি (নাইজেরিয়া), শায়খ ড. আব্দুল বারি (সোমালিয়া), ড. মাসউদ আহমদ রেজা (ব্রিটেন), ড. মো: মতিউল্লাহ নহর কারিজি (আফগানিস্তান), ড. সাইয়েদি আলি মাউন আইনাইন (মরক্কো) এবং সৌদি আরব, ইরান, ইরাক, বাহরাইন, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আজ সোমবার পর্যন্ত চলবে এ আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement